Home আন্তর্জাতিক নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের খোলাচিঠি, চাপ বাড়ছে
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের খোলাচিঠি, চাপ বাড়ছে

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান থামার কোনো লক্ষণ না থাকলেও এবার যুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন ইসরায়েলেরই সেনারা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির সেনাবাহিনীর প্রায় সব শাখার সংরক্ষিত ও অবসরপ্রাপ্ত সেনারা একের পর এক খোলাচিঠিতে সরকারের কাছে যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন। তাঁরা বলছেন, হামাসের হাতে থাকা ৫৯ জন জিম্মিকে উদ্ধারের জন্য যুদ্ধের বদলে এখন দরকার শান্তিপূর্ণ সমঝোতা।

এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতম। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘নেতানিয়াহু নিজের ক্ষমতা রক্ষা নিয়ে যতটা ভাবছেন, জিম্মিদের জীবন নিয়ে ততটা ভাবছেন না।’ তিনি আরও বলেন, ‘আমি এই আন্দোলনে নেমেছি রাজনৈতিক কারণে নয়, বরং জাতীয় স্বার্থে।’

চলতি বছরের এপ্রিলের শুরুতে প্রথম খোলাচিঠিটি পাঠানো হয়, যাতে সই করেন বিমানবাহিনীর এক হাজার সদস্য। এরপর একে একে বিভিন্ন শাখার সেনা সদস্য, এমনকি গোপন সংস্থার লোকজনও চিঠিতে সই করেন। এখন পর্যন্ত সইকারীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। তাঁদের অনেকে আবার ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনেও সক্রিয় ছিলেন।

চিঠিগুলোতে সেনারা স্পষ্টভাবে জানিয়েছেন, চলমান যুদ্ধ ইসরায়েলের লক্ষ্য অর্জনে সাহায্য করছে না বরং জিম্মিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁরা আরও বলেছেন, ‘প্রতিটি নতুন দিন জিম্মিদের জীবনে নতুন ঝুঁকি ডেকে আনছে।’ এই সেনারা এখন নিজেদের সহকর্মী এবং সাধারণ নাগরিকদেরও আহ্বান জানাচ্ছেন প্রতিবাদে শামিল হতে।

ইসরায়েলের সামরিক ইতিহাসে এমন ব্যাপক সেনা-বিরোধী উদ্যোগ অত্যন্ত বিরল। বিশ্লেষকেরা বলছেন, ১৯৮২ সালের লেবানন যুদ্ধের পর এমন সেনা-সংকট আর দেখা যায়নি। অনেক সংরক্ষিত সেনা নেতানিয়াহুর ডাকে আর সাড়া দিচ্ছেন না, ফলে সেনাবাহিনীর ওপর চাপ বাড়ছে। বর্তমানে সংরক্ষিত সেনার সক্রিয়তা ৫০-৬০ শতাংশে নেমে গেছে বলে জানা গেছে।

ইয়োভ (ছদ্মনাম) নামে একজন পদাতিক সেনা বলেন, ‘আমি বিশ্বাস করতাম, আমি কিছু ভালো কাজ করছি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভুল পথে হাঁটছি। এটা হামাসকে পরাজিত করার যুদ্ধ নয়, এটা নিজেদের দেশকে হারানোর যুদ্ধ।’

ইসরায়েলের সমালোচকেরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, তত বেশি প্রশ্ন উঠছে দেশটির সেনাবাহিনীর ‘নৈতিকতা’ নিয়ে। হারেৎজ পত্রিকায় প্রকাশিত এক কলামে অবসরপ্রাপ্ত জেনারেল আমিরাম লেভিন বলেন, ‘যুদ্ধাপরাধের ঝুঁকি এবং সামাজিক মূল্যবোধের ওপর আঘাতের মুখে সেনাদের আদেশ অমান্য করার বিষয়টি এখন বিবেচনায় নেওয়ার সময় এসেছে।’

নেতানিয়াহু অবশ্য এসব সমালোচনার জবাবে কঠোর ভাষা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ‘এগুলো মিথ্যাচার ও অপপ্রচার ছড়ানো কিছু পেনশনভোগী গোষ্ঠীর কাজ, যাঁরা দীর্ঘদিন সেনাবাহিনীতে নেই।’ তবে জনমত জরিপ বলছে ভিন্ন কথা। বেশির ভাগ ইসরায়েলি এখন যুদ্ধের চেয়ে জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার দিতে চান।

তেল আবিবে এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরোধী আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠেছে এই খোলাচিঠিগুলোর প্রভাবে। বিক্ষোভকারীরা এবার শুধু জিম্মিদের নয়, গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের ছবিও নিয়ে আসছেন পথে। ফলে শুধু যুদ্ধের নয়, মানবিকতার প্রশ্নেও ইসরায়েলি সমাজ আজ গভীর দ্বিধাবিভক্ত।

এই পরিস্থিতি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক চাপ আরও বাড়িয়ে তুলেছে। সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, নাগরিক সমাজ—সব দিক থেকেই আসা এই চাপ সামাল দেওয়া তাঁর জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্থানীয় একটি মাদ্রাসায় দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকায় অবস্থিত শেফালী হাফিজিয়া...

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে...

Related Articles

গাজায় প্রবেশ করল ৪০০-র বেশি ত্রাণবাহী ট্রাক

ক্ষুধা ও মানবিক সংকটে জর্জরিত গাজা উপত্যকায় মঙ্গলবার (১৮ আগস্ট) ৪০০–র বেশি...

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭...

ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন

ভারতের গুজরাট রাজ্যের ভাবনগরে স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ এক নাটককে...

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প, রাজধানীসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত

পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে সংঘটিত এই...