সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানে বান্নু অঞ্চলে দেশটির তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার (৩০ এপ্রিল) রাতভর গোলাগুলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত পুলিশ সদস্যরা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সদস্য ছিলেন।
বৃহস্পতিবার (১ মে) বান্নুর আঞ্চলিক পুলিশ অফিসার সাজ্জাদ খান জানান, বান্নুর চশমির স্পিন টাঙ্গি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়।
সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বান্নু সিটিডির ব্যক্তিগত সহকারী সাব-ইন্সপেক্টর বেনিয়ামিন খান, কনস্টেবল ইনাম খান এবং কনস্টেবল মুসাওয়ার। এ ছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় ওয়াফিদ খান এবং ইমরান নামের আরও দুজন সহস্য আহত হয়েছেন।
সাজ্জাদ খান বলেন, পুলিশের গুলিতে দুই সন্ত্রাসী নিহত এবং আরও দুজন আহত হয়েছে। তবে তাদের দেহ সহযোগীরা নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, আইইডি, গোলাবারুদ ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় খাইবার পাকতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডি শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া তিনি পুলিশের বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য প্রশংসা করেছেন।
Leave a comment