Home আন্তর্জাতিক নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল
আন্তর্জাতিকজাতীয়

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল

Share
Share

মহান মে দিবস উপলক্ষে, রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করেছে বিএনপি । জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে গোটা এলাকা। দুপুরের মধ্যেই সৃষ্টি হয়ছে জনস্রোত।

বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে জমায়েত শুরু করেন দলটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে, বেলা বাড়তেই তা রূপ নেয় জনসমুদ্রে।

জানা গেছে, লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সমাবেশে যুক্ত হবেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । চলমান শ্রম পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

এদিকে সমাবেশের প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেছে।

এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদী শ্রমিক দল’ । সমাবেশে রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সমাবেশে বেলা ১২টার দিকে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি জানান, ‘আমরা যখন মিছিল সহকারে আসি তার আগেই নয়াপল্টন সড়ক শ্রমিক-জনতার অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে যায়। ফলে মূল সড়ক উপচে আশপাশের অলিগলিতে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। স্রোতের মতো মিছিল আসছে।’

মোহাম্মদপুর থেকে আসা পোশাক শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘অনেকদিন পরে আমরা সবাই একত্রিত হতে পারলাম। এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মূল মঞ্চ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার একটি রেস্তোরাঁয় গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত...

হিলি সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।...

Related Articles

মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানী ঢাকার মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার...

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭...

ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন

ভারতের গুজরাট রাজ্যের ভাবনগরে স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ এক নাটককে...

ঢাকায় ট্রাফিক অভিযান, এক দিনে ২ হাজারের বেশি মামলা দায়ের

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।...