Home আন্তর্জাতিক দুটো ছবি একই জায়গায় তোলা, আমরা এখনো একসাথে আছি- কণ্ঠশিল্পী লোপা
আন্তর্জাতিক

দুটো ছবি একই জায়গায় তোলা, আমরা এখনো একসাথে আছি- কণ্ঠশিল্পী লোপা

Share
Share

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতজুড়ে নেমে এসেছে শোক। উত্তরপ্রদেশের কানপুর থেকে মহারাষ্ট্রের পানভেল—দেশটির নানা প্রান্তের মানুষ এই ঘটনায় প্রিয়জন হারিয়েছেন।

অনেক তরুণতরুণীর জীবন থেমে গেছে পহেলগামের এই নারকীয় সন্ত্রাসে। মাত্র সাত দিন আগে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ছোট্ট এক ছুটিতে। গন্তব্য ছিল ভূস্বর্গ কাশ্মীর।

কিন্তু সেখানেই জীবনের যবনিকা পতন হল তরুণ নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়ালের। ২৬ বছরের এই তরুণ ছিলেন হরিয়ানার কার্নালের বাসিন্দা। জম্মুকাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছেন তিনি। সেই হামলায় অন্যান্য নিরীহ পর্যটকদের সঙ্গেই প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট বিনয়।

বিনয়ের মতো আরো এক যুবক শুভম দ্বিবেদী। তিনিও সদ্যবিবাহিত। স্ত্রীকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়ে হামলার শিকার হন। চলতি বছরের ফেব্রুয়ারির ১২ তারিখ তাদের বিয়ে হয়েছিল। মাত্র দুই মাস পরেই সেই আনন্দের ছুটি ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে।

শুভমের চাচাতো ভাই সৌরভ দ্বিবেদী এএনআইকে জানান, ‘শুভম তার স্ত্রীকে নিয়ে পহেলগামে ছিলেন। আমার চাচা জানান শুভমের মাথায় গুলি লেগেছে। এমনও শোনা যাচ্ছে, হামলাকারীরা নাম জেনে গুলি চালিয়েছিল। মৃতদেহ পেতে এখনও ২৩ দিন লাগবে, সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই মরদেহ দেওয়া হবে।’

এরইমধ্যে কণ্ঠশিল্পী লোপা সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন। যেখানে  শুভম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, ঠিক সেখানেই গায়িকা স্বামী গীতিকার সিরাজুম মুনীরের সঙ্গে ছবি তুলেছেন। পাশাপাশি দুটো ছবি পোস্ট করেছেন লোপা।

এই ঘটনায় গায়িকা নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন,  দুটো ছবি একই জায়গায়বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মির। প্রথম ছবিটি আমাদের হানিমুনের৷ আল্লাহর রহমতে আমরা এখনো একসাথে আছি। দ্বিতীয় ছবির জুটিটিও হানিমুনে গিয়েছিলো। কিন্তু জীবনের সবচেয়ে স্মরণীয়,আনন্দঘন সময় কাটানোর মাঝেই স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে মেরে ফেলেছে। তাদের অপরাধতারা হিন্দু!

এদিকে এই ঘটনায় গোটা ভারত শোকাহত ভারতের শোবিজ তারকারাও শোক প্রকাশ করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মার্কিন-ইসরাইলি বন্দিকে হস্তান্তরের পর ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় আবার বিমান হামলা শুরু করেছে । ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন...

পুলিশ ও প্রতিবেশীদের তথ্যমতে বাবাকে হ’ত্যাকারী শিফা মাদ’কাসক্ত ও স’মকামী।

সম্প্রতি সাভারের ভাড়া বাসায় বাবা আব্দুস সাত্তারকে ঘুমের ঔষধ খাইয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে শিফা। ধর্ষণের অভিযোগে বাবাকে হত্যা করা জান্নাতুল জাহান শিফার...

Related Articles

ইস্তাম্বুলে শান্তি আলোচনা জেলেনস্কি প্রস্তুত , পুতিনের উপস্থিতি অনিশ্চিত।

তুরস্কে আয়োজিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে কে বা কারা অংশ...

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে আহ্বান জানিয়েছে ট্রাম্প

ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন...

ইহলোক ত্যাগ করেছে বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা

‘পেপে’ নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা...

মিথ্যে ভিডিও প্রচারের পর ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

ভারত-পাকিস্তান হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে মিডিয়াও কম রসদ জোগায়নি। অনেকের বিরুদ্ধে...