Home আন্তর্জাতিক আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Share
Share

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান। এর আগে সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে রওনা দেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হবে।

চার দিনের এ সফরে অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান,কাতারের আমিরের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা এই সফরে অংশ নিচ্ছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উল্লেখ্য,  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও কাতারে গেছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে আহ্বান জানিয়েছে ট্রাম্প

ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি...

হাসপাতালের জন্য জমি পেল চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে, হাসপাতাল নির্মাণের জন্য জমি পেল কর্তৃপক্ষ। নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য ২৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।...

Related Articles

পূর্ণ হলো ফিলিস্তিন দখলের ৭৭ বছর

১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড দখলের ৭৭ বছর পূর্ণ হয়েছে । ফিলিস্তিনিরা দিনটিকে...

ভারতই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল – পাক পররাষ্ট্রমন্ত্রী 

আবারও জোর দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে শুরু...

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৩ জন তরুণ-তরুণী

মাত্র ১২০ টাকা করে খরচ করে জয়পুরহাটের ১৩ জন তরুণ তরুণীর স্বপ্ন পূরণ...

চাকা খুলে যাওয়া সেই বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

উড্ডয়নের সময় চাকা খুলে যাওয়া বিমানটি সেফলি ল্যান্ড করেছে বলে জানিয়েছে ,...