Home আন্তর্জাতিক যুদ্ধ শেষ হলেও মরণফাঁদ থেকে বের হতে পারেনি ‘সিরীয়রা’
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলেও মরণফাঁদ থেকে বের হতে পারেনি ‘সিরীয়রা’

Share
Share

বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে , সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান হয়েছে । কিন্তু  মৃত্যুর বিভীষিকা দেশটির হতভাগা সাধারণ মানুষের আশপাশে এখনো ঘুরে বেড়াচ্ছে।কে, কখন কীভাবে মারা যাবেন, তা-ও যে নিশ্চিত নয়। এখনো দেশটিতে প্রতিদিন কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন বা মারাত্মকভাবে জখম হচ্ছেন, তাদের পায়ের তলায় এখনো রয়ে গেছে মরণফাঁদ।

২১ বছর বয়সী তরুণ সুলায়মান খলিল। দুর্বার গতিতে ছুটে চলার বয়স তার। চার মাস আগে দুই বন্ধুর সঙ্গে সিরিয়ার একটি বাগানে জলপাই তোলার কাজ করছিলেন তিনি। তাদের পায়ের নিচের মাটিতে তখনো যুদ্ধের ভয়াবহ স্মৃতি হিসেবে যে মারণাস্ত্র লুকিয়ে রয়েছে, জানতেন না তারা।

হঠাৎই মাটিতে পড়ে থাকা একটি মাইন নজরে আসে তাদের । আতঙ্কিত খলিল ও তার বন্ধুরা সেখান থেকে পালাতে গেলে, কিন্তু খলিলের ভাগ্য খারাপ । একটি ল্যান্ড মাইনের (মাটিতে পুঁতে রাখা মাইন) ওপর পা রাখামাত্রই তা বিস্ফোরিত হয়।

ভয়ে কাঁপতে কাঁপতে তার বন্ধুরা অ্যাম্বুলেন্সের খোঁজে ছুটে যায় । কিন্তু ২১ বছরের খলিল ভেবেছিলেন, তারা তাকে ফেলে রেখে গেছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে খলিল বলেন, আমি হামাগুড়ি দিয়ে সরে যেতে শুরু করি। তখনই দ্বিতীয় ল্যান্ড মাইনটি বিস্ফোরিত হয়। প্রথমে মনে হয়েছিল, আমি মারা গেছি। বাঁচবো বলে আশা ছিল না।

তিনি জানান, প্রথম বিস্ফোরণে তার বাম পা গুরুতরভাবে ক্ষত-বিক্ষত হয়। পরের বিস্ফোরণে ডান পা হাঁটুর ওপর থেকে উড়ে যায়। তিনি নিজের শার্ট ছিড়ে কাটা স্থানে বাঁধেন আর চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে কাছাকাছি থাকা একজন সেনা এসে তাকে উদ্ধার করেন।
সিরিয়ার ইদলিব প্রদেশের বাসিন্দা খলিল।পা হারালেও প্রাণে বেঁচে গেছেন তিনি। একটি কৃত্রিম পায়ের অপেক্ষায় রয়েছেন এই তরুণ, যেন কাজে ফিরে যেতে পারেন এবং পরিবারকে সহায়তা করতে পারেন।

বাশার আল-আসাদের সেনাবাহিনী, তাদের মিত্ররা ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময়  মাটির নিচে মাইন পুঁতে রাখতেন শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য।

আসাদের পতনের পর বিস্ফোরকে ভরা ওই এলাকাগুলোতে সাধারণ মানুষের আনাগোনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচএরডব্লিউ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, এসব মাইন বিস্ফোরিত হয়ে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে।

ত্রাণকর্মীদের সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থা আইএনএসওর তথ্যমতে, গত ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে এসব ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪৯ জন, যাদের মধ্যে ৬০ জন শিশু। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।

এইচএরডব্লিউয়ের সংকট ও সংঘাত বিষয়ক জ্যেষ্ঠ গবেষক রিচার্ড ওয়্যার বলেন, জরুরিভিত্তিতে অভিযান চালিয়ে এই মাইনগুলো তুলে ফেলতে হবে। নাহলে এত বছর পর নিজেদের জমি ফিরে পেতে ফিরে আসা বাসিন্দাদের হতাহতের সংখ্যা বাড়তেই থাকবে।

সিরিয়াজুড়ে বিশেষত ইদলিবের গ্রামীণ অঞ্চলগুলোতে এখনো মাটির নিচে কয়েক হাজার মাইন পুঁতে রাখা আছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মাইনগুলো নিষ্ক্রিয়করণ ইউনিটের আহমদ জোমা বলেন. ঠিক কী পরিমাণ মাইন রয়েছে, তার সঠিক তথ্য আমাদের কাছে নেই। তবে এগুলো সরাতে বেশ সময় লাগবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুরোনো বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত বিশেষ ‘এয়ার শো’ দেখতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। উৎসবমুখর পরিবেশে...

বিজয় দিবসকে ঘিরে দেশজুড়ে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং বিজয় দিবস উপলক্ষে আয়োজিত...

Related Articles

সিলেটে তরুণদের বিদেশমুখিতা বাড়ছে, কারণ ….

সিলেটকে বলা হয় ‘দ্বিতীয় লন্ডন’। যুক্তরাজ্যে সিলেটি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে এই...

রাশিয়ার রোস্তভে ইউক্রেনীয় ড্রোন হামলা: নিহত ৩

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত...

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী...

ভারী বৃষ্টিতে রক্তিম রঙে ঢেকে গেল ইরানের হরমুজ দ্বীপের সমুদ্র

ইরানের পারস্য উপসাগরে অবস্থিত হরমুজ দ্বীপে ভারী বৃষ্টির পর স্থানীয় বাসিন্দা ও...