Home জাতীয় আইন-বিচার বাসা থেকে উদ্ধার হলো স্বামী-স্ত্রীর মরদেহ, পাশেই পড়েছিল চিঠি
আইন-বিচারআত্মহত্যাজাতীয়দুর্ঘটনা

বাসা থেকে উদ্ধার হলো স্বামী-স্ত্রীর মরদেহ, পাশেই পড়েছিল চিঠি

Share
Share

শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও তার স্ত্রী আইরিন আক্তার রত্নার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির পাশেই পড়ে ছিল একটি চিঠি।

ওয়ারী থানার ওয়ার স্ট্রিট জমজম টাওয়ারের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে এবং আইরিন একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার জয়নাল আবেদিনের মেয়ে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহম্মদ বলেন, গতকাল রাতে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্বামী মুঈদের মরদেহ পচনশীল ছিল। একই বিছানায় মৃত অবস্থায় পড়েছিল তার স্ত্রী রত্না। সিআইডি ক্রাইম সিন মরদেহের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ওই বাসায় স্বামী-স্ত্রী দুজনই থাকত। কারও সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। এক কাজের বুয়া কাজ করত। তবে দুই মাস যাবত কাজের বুয়ার বেতন দিতে পারেনি। রোজার ঈদের পরে বেতন দেওয়ার কথা ছিল।

গত বৃহস্পতিবার বিকালে বেতন নেওয়ার উদ্দেশ্যে কাজের বুয়া ওই বাসায় যায়। এবং অনেকক্ষণ কলিং বেল টিপেও কোনো সাড়া-শব্দ না পেয়ে চলে যায়। এরপর শনিবার বিকেলে বাড়িওয়ালার মাধ্যমে ওই বাসায় আবার যায়। তখন অনেকক্ষণ কলিং বেল বাজানোর পর সাড়া-শব্দ না পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই বাসায় গিয়ে কেচিগেটের তালা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দুটি পড়ে থাকতে দেখি।

তিনি আরও বলেন, পাশেই একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’

স্বামী মুঈদ দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। তার স্ত্রী রত্না বাইরে কোথাও বের হতেন না। ধারণা করা হচ্ছে, স্বামী চার পাঁচ দিন আগে মারা গেছে। এই শোকে স্ত্রী কোনো কিছু সেবন করে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে, বলে জানান এসআই কাউছার আহম্মদ।

এদিকে মৃত মুঈদের বড় ভাই ডা. মুগলী সানি বলেন, ২০০৯ সালে তাদের বিয়ে হয় । তাদের কোনো সন্তান ছিল না। তবে ২১ সালের পর তাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। ঢাকার কোথায় থাকতো আমাদের জানা ছিল না। ভাইয়ের আমেরিকা যাওয়ার কথা ছিল। গতকাল সন্ধ্যায় পুলিশের মাধ্যমে তাদের মরদেহ উদ্ধারের কথা জানতে পারি। কিভাবে মারা গেছে তা আমাদের জানা নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশে ফিরলেন ভারতীয় যুবক ‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’-এর সহায়তায়

ভারতীয় নাগরিক সালাইন হোসেন মাত্র ১৫ দিনের সাজা পেয়েছিলেন ।  অথচ নানা আইনি জটিলতায় প্রায় ছয় মাস তাকে বাংলাদেশেই কাটাতে হয়  ।   অবশেষে ‘বাংলাদেশের...

শেহবাজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে।

রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া...

Related Articles

হাইকোর্টে জামিন পেলেন  ডা. জুবাইদা রহমান

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায়...

ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাবি ছাত্রদল নেতা সাম্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের...

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম পৌঁছেছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম...