
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি দলটির মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বে আছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, শাহে আলম মুরাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অনেক আওয়ামী লীগ নেতা-কর্মী পলাতক বা আত্মগোপনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধেও নানা মামলা চলছে। শাহে আলম মুরাদ সেই তালিকার একজন বলে ধারণা করা হচ্ছে।
Leave a comment