দুর্বৃত্তরা পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, পহেলা বৈশাখে ঢাকায় ফ্যাসিস্টের মুখাকৃতি বানিয়েছেন মানবেন্দ্র ঘোষ। এর জেরে দুর্বৃত্তরাএ ঘটনা ঘটিয়ে থাকতে পারে ।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি।
আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে আমান উল্লাহ ( মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ) বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a comment