Home আঞ্চলিক আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৪টি ঘর, ক্ষতি ৫ কোটি টাকা
আঞ্চলিকজাতীয়বরিশাল

আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৪টি ঘর, ক্ষতি ৫ কোটি টাকা

Share
Share

ভয়াবহ অগ্নিকাণ্ডে বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরসহ ২৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকরা।

রোববার রাত ১২টার দিকে করাইবাড়িয়া বাজারের বশির খানের পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

এসময়  তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন স্থানীয় বাসিন্দারা । তালতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভাতে গেলে তাদের অগ্নিনির্বাপক যন্ত্রে ত্রুটি থাকায় তারা আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় পার্শ্ববর্তী উপজেলা আমতলী ফায়ার সার্ভিস স্টেশনকে।

আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি-মনোহারি, হার্ডওয়্যার, ফার্মেসি ও তেলের দোকানসহ ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৪টি বসতঘরসহ ২৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

হার্ডওয়্যার ব্যবসায়ী মহিবুল্লাহ মোল্লা বলেন, আমি ৭ বছর ধরে এই বাজারে ব্যবসা করি। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি সর্বস্ব হারিয়ে এখন রাস্তার ফকির হয়ে গেছি।
মুদি দোকানদার ফারুক মিয়া বলেন, আমার প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছি। এখন কীভাবে আমার ঋণের টাকা শোধ করব জানি না। আমি সবকিছু হারিয়ে এখন সহায় সম্বলহীন।

করাইবাড়িয়া ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আকন বলেন, বশির খানের তেলের দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এসময় তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজারকে খবর দেওয়া হলে তারা বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে। এছাড়াও তাদের যান্ত্রিক ত্রুটি থাকায় আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এসএম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু পানি সংকট থাকায় আগুন নিভানোর কাজে বিঘ্ন ঘটে। পরে আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ও আমাদের যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন,  রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, ১৬ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টা থেকে স্পিলওয়ের ১৬টি গেট আংশিক খুলে পানি নিঃসরণ...

চিকিৎসার জন্য ইতালি পৌঁছানোর একদিন পরই মারা গেলেন ফেনীর সোহাগ 

ইতালির রাজধানী রোমে পৌঁছানোর একদিন পরই মারা গেছেন ফেনীর পরশুরাম পৌর এলাকার যুবক সোহাগ দেওয়ান (৩২)। শ্বাসনালির ক্যান্সারের জন্য চিকিৎসার উদ্দেশ্যে সম্প্রতি ইতালি...

Related Articles

নাফ নদের মোহনা থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে...

গুম-খুনে দায়ী বাহিনী বিলুপ্তির দাবি ‘মায়ের ডাক’-এর

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত নিরাপত্তা বাহিনী বিলুপ্তি বা পুনর্গঠনসহ ১১ দফা...

সিলেটের লোভাছড়ায় পাথর স্থানান্তর ও পরিবহন সম্পূর্ণ বন্ধের নির্দেশ

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও...

মৃত্যুবার্ষিকীতে তারকাদের স্মরণে নায়করাজ রাজ্জাক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও দর্শকদের হৃদয়ের নায়ক আব্দুর রাজ্জাক। সবার কাছে...