রিতু মনি! এই নামটা আপনাকে মনে রাখতেই হবে। ২৩৬ রানের লক্ষ্য। ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় দল। আইরিশরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে জয়ের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তখনই রূপকথা লিখলেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার।
৬১ বলে ৬৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেই ৮ বল ও ২ উইকেট হাতে রেখে বাংলাদেশের মেয়েদের জিতিয়ে দিলেন রিতু। আর জয়সূচক রানটা ছক্কা মেরেই নিয়ে জয়টাকে আরেকটু রাঙালেন রিতু। সেই রিতু যাঁকে ছাড়াই গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া সুযোগ হারিয়েছিল বাংলাদেশ।
প্রত্যাবর্তনের গল্প লিখে অবিশ্বাস্য জয় পেয়ে টানা দুই জয়ে বিশ্বকাপ-স্বপ্নটা আরও উজ্জ্বল হয়েছে। ছয় দলের বাছাইপর্ব, লিগ পদ্ধতির টুর্নামেন্টের শীর্ষ দুই দল পাবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে টিকিট।
Leave a comment