প্রায় তিন দশকের পথচলায় প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে শিরোনামহীন। এ বছরের সেপ্টেম্বরে টরন্টো থেকে ট্যুর শুরু করবে ব্যান্ডটি। এটি আয়োজন করছে আয়োজক প্রতিষ্ঠান মিক্সটেপ।
শিরোনামহীনের ড্রামার ও সুরকার কাজী আহমেদ শাফিন বলেন, ‘বিগত বছরে ইউরোপ ট্যুরে আমরা বেশ কিছু দেশে ভ্রমণ করেছি, তাদের সংস্কৃতি, প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। আশা করছি, এ বছরের ট্যুরগুলোও আমরা উপভোগ করতে পারব।’
ব্যান্ডের ভোকালিস্ট শেখ ইশতিয়াক বলেন, ‘এই ট্যুরগুলো থেকে আমাদের অভিজ্ঞতা এবং এমন কিছু নলেজ (জ্ঞান) তৈরি হয়, যা ক্রিয়েটিভ (সৃজনশীল) চর্চার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’
ব্যান্ডের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জানান, এ বছর আরও কয়েকটি ট্যুরের পরিকল্পনা আছে। ‘বাতিঘর’ অ্যালবাম প্রকাশ করছে শিরোনামহীন। ব্যান্ড থেকে ‘প্রিয়তমা’ গান প্রকাশিত হয়েছে। ইউটিউবে এক মাসের ব্যবধানে ১৫ লাখের বেশিবার দেখা হয়েছে।
শিরোনামহীনের আরও চারটি গানের ভিডিও চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে ‘কত দূর’ গানটি প্রবাসী বাংলাদেশিদের জীবনবোধের পটভূমিতে নির্মিত। ব্যান্ডটির জনপ্রিয় গান ‘এই অবেলায়’ গানের সিকুয়েলও নির্মিত হয়েছে। এসব ভিডিও চিত্র থাইল্যান্ড ও ভারতে দৃশ্যধারণ করা হয়েছে।
Leave a comment