Home জাতীয় অপরাধ হবিগঞ্জে ১৬ বছর আগে দিনমজুর হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড
অপরাধ

হবিগঞ্জে ১৬ বছর আগে দিনমজুর হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড

Share
Share

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বারো চান্দুরা গ্রামের দিনমজুর ছাবু মিয়া হত্যা মামলায় ১৬ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। রায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা বারো চান্দুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও আবদুল মৌলার ছেলে আবুল হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাধবপুর উপজেলার বারো চান্দুরা গ্রামের ছাবু মিয়ার স্ত্রীর সঙ্গে একই গ্রামের এমরান মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ছাবু মিয়ার স্ত্রী রাশেদা বেগম ২০০৭ সালের জুন মাসে তিন সন্তান রেখে বাড়িছাড়া হন এবং এমরান মিয়াকে বিয়ে করেন। এ নিয়ে ছাবু মিয়া ও এমরান মিয়ার মধ্যে বিরোধ তৈরি হয়।

২০০৯ সালের ১৩ এপ্রিল সন্ধ্যার দিকে এমরান কয়েকজনকে নিয়ে ছাবু মিয়ার বাড়িতে যান। জরুরি কাজের কথা বলে ছাবুকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান তাঁরা। ওই দিন রাতে ছাবু মিয়া আর বাড়িতে ফেরেননি। এক দিন পর ২০০৯ সালের ১৪ এপ্রিল এলাকার সমমতপুর হাওরে ছাবু মিয়ার গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি ছাবু মিয়ার বলে শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ছাবু মিয়ার বড় ভাই হাফিজ মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছাবু মিয়ার সাবেক স্ত্রী রাশেদা বেগম, তাঁর স্বামী এমরান মিয়াসহ ১০ জনকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০৯ সালের মে মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে হত্যাকাণ্ডের শিকার ছাবু মিয়ার সাবেক স্ত্রী রাশেদা বেগম, তাঁর ভাই সেলিম মিয়াসহ পাঁচজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলা চলমান অবস্থায় মারা যান এক আসামি।

এ হত্যাকাণ্ডের ১৬ বছর পর আজ হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এ ছাবু মিয়া হত্যার রায়ের দিন ধার্য ছিল। বেলা দুইটায় বিচারক এ কে এম কামাল উদ্দিন রায়ে উল্লেখিত চার আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শামছু মিয়া চৌধুরী প্রথম আলোকে জানান, এ রায়ের পরপরই আসামিদের পুলিশের বিশেষ পাহারায় হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা পেলে জিম্মিদের দ্রুত রেহাই দেবে হামাস

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা পেলে শিগগিরই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ১৪ এপ্রিল (সোমবার ) হামাস গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা...

জবিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে বৈশাখী মেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে । রঙিন সাজসজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে...

Related Articles

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

  রাজধানীর শেওড়াপাড়ায় ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার...

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার গ্রেপ্তার

  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের...

ভাটারায় বাসার সামনে গুলি, গ্রেপ্তার ১ জন

  ঢাকার ভাটারা এলাকায় বাসার সামনে গুলি ছোড়া এবং হত্যার হুমকি দেওয়ার...

মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  মৌলভীবাজারে ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ।...