Home জাতীয় অপরাধ অবৈধ বালু তোলার কারণে যেভাবে প্রাণ গেল দুই শিশুর
অপরাধআঞ্চলিক

অবৈধ বালু তোলার কারণে যেভাবে প্রাণ গেল দুই শিশুর

Share
Share

 

মাতামুহুরী নদীর চরে ছোট-বড় গর্ত। পাঁচ বছর বয়সী মাসুদ ও চার বছরের হুজাইফা সেখানে খেলতে গিয়ে সেসব গর্তের একটিতে পড়ে যায়। এরপর ভেসে যায় নদীর স্রোতে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি সেতুসংলগ্ন এলাকার মাতামুহুরী নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি সেতুসংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। বালু উত্তোলনের ফলে নদীতে ছোট–বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। এসব গর্তের একটিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মো. মাসুদ ওই এলাকার মোহাম্মদ রাশেদের ছেলে ও হুজাইফা জান্নাত রাশেদের বোনের মেয়ে। মাসুদের বাবা পেশায় অটোরিকশাচালক। ছেলে ও ভাগনির লাশ উদ্ধারের সময় তিনি অটোরিকশা চালাচ্ছিলেন। সড়কেই দুর্ঘটনার খবর পান।

মোহাম্মদ রাশেদ প্রথম আলোকে বলেন, তাঁর বোন নাসিমা আকতার এক কিলোমিটার দূরে মাতামুহুরী নদীর পাড়ে ভাড়া বাসায় বসবাস করেন। সকালে তাঁর ছেলে মাসুদ হেঁটে নাসিমার বাসায় যায়। সেখান থেকে নাসিমার মেয়ে হুজাইফার সঙ্গে মাসুদ খেলতে বের হয়ে মাতামুহুরীর চরে যায়। সেখানে গর্তে আটকে যায় দুজনই। স্থানীয় লোকজন একটু দূরে হুজাইফাকে ভেসে যেতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদ প্রথম আলোকে আরও বলেন, ‘হুজাইফা নদীর পানিতে পড়ে মারা গেছে—এ সংবাদ মাঝের ফাঁড়ি স্টেশনের অটোরিকশাচালকেরা আমাকে প্রথম দেন। পরে তাকে হাসপাতালে নিচ্ছে, এটা জেনে আমি হাসপাতালে যাই। ততক্ষণ পর্যন্ত আমার ছেলের মৃত্যুর খবর আমি জানি না। ভাগনির মরদেহ বাড়িতে নিয়ে গেলে আমি গাড়ি চালিয়ে বাড়িতে যাচ্ছিলাম। পথে বাদশার টেক নামক এলাকায় পৌঁছালে একজন ব্যক্তি আমাকে ফোন করে জানান যে নদীতে আরেক শিশুর লাশ পাওয়া গেছে। সেটি আমার সন্তান মাসুদ। আমি কোনো রকমে গাড়ির স্টিয়ারিং চেপে রেখে সড়কের পাশে গাড়ি দাঁড় করাতে সক্ষম হই এবং সড়কের পাশে ঢলে পড়ি। পরে স্থানীয় লোকজন আমাকে সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে যায়।’

সরেজমিনে দেখা যায়, মাতামুহুরী নদীর মাঝের ফাঁড়ি সেতুসংলগ্ন এলাকায় প্রায় দেড় শ ফুট প্রশস্ত চর জেগে উঠেছে। সেখানে ধান ও সবজি চাষ করা হয়েছে। কেউ কেউ অগভীর যন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছেন। এতে ছোট-বড় অনেক গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে আটকে প্রাণ যাচ্ছে শিশুদের।

আজ বিকেল পাঁচটার দিকে নিহত দুই শিশুকে দেখতে বাড়িতে যান চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন মিয়া। তিনি বলেন, নিহত শিশুদের পরিবার বলেছে তাদের কারও বিরুদ্ধে অভিযোগ নেই। এ কারণে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্থানীয় একটি মাদ্রাসায় দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকায় অবস্থিত শেফালী হাফিজিয়া...

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে...

Related Articles

সিরাজগঞ্জে পরিত্যক্ত টয়লেটে শিশুর মরদেহ, মুখে-শরীরে আঘাতের চিহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামে এক...

মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানী ঢাকার মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার...

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭...

ঢাকায় ট্রাফিক অভিযান, এক দিনে ২ হাজারের বেশি মামলা দায়ের

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।...