Home আন্তর্জাতিক গ্রেপ্তার এড়াতে নেতানিয়াহু ৪০০ কিমি ঘুরে যুক্তরাষ্ট্রে গেছেন
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

গ্রেপ্তার এড়াতে নেতানিয়াহু ৪০০ কিমি ঘুরে যুক্তরাষ্ট্রে গেছেন

Share
Share

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আই সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে , ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে গেছেন ।

বলা হয়, গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ওপর ট্রাম্পের শুল্কারোপ নিয়ে আলোচনা করতে স্ত্রী সারাকে নিয়ে রবিবার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন এই ইহুদিবাদী নেতা। ।

হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে তার বহনকারী বিমানটি নিয়মিত রুটের চেয়ে প্রায় ৪০০ কিলোমিটার বেশি ঘুরপথে উড়েছে। কারণ, রুটে থাকা আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস এই তিনটি দেশ আইসিসির পরোয়ানা কার্যকর করতে পারে বলে আশঙ্কা করছিল ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী উইং অব জায়ন রাষ্ট্রীয় বিমানটি বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের যাত্রা পথে প্রায় ৪০০ কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে।

হারেৎজ বলছে, ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে। ফলে এসব দেশের আকাশসীমা এড়িয়ে উইং অব জায়ন ক্রোয়েশিয়া, ইতালি এবং ফ্রান্সের ওপর দিয়ে ওয়াশিংটনে পৌঁছায়।

গত বছরের নভেম্বর মাসে আইসিসি  নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গাজায় ফিলিস্তিনিদের ওপর সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে  ।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বিশ্বাস করে এই তিনটি দেশ (আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস) চাইলে বিমান অবতরণের সময় বা রুট পরিবর্তনের সময় আইসিসির নির্দেশ অনুযায়ী নেতানিয়াহুকে আটক করতে পারত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি ও এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে এক গৃহবধূ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন। এই ঘটনায় পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন,...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহ দেখায়নি ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও বলপ্রয়োগের মধ্যে আলোচনার প্রস্তাব ‘অর্থহীন’।...

Related Articles

ট্রাম্পের চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে অতিরিক্ত ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন,...

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন

বিতর্কিত মুসলিম ওয়াকফ (সংশোধনী) বিল পাসের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে...

বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা

সৌদি আরব সাময়িকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া,...

ইসরায়েলের লাগাতার বোমা হামলায় আরো ৬০ ফিলিস্তিনি নিহত

গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। সোমবার...