নরসিংদীতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশব্যাপী ঘোষিত ‘গাজা স্টপস দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভে নরসিংদীর মানুষ রাস্তায় নেমে আসে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। নরসিংদী শহরের শিক্ষা চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল বের করে নরসিংদী জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, ইব্রাহিম ভূইয়া, নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, নরসিংদী শহর আমীর আজিজুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রুহুল আমীন সহ নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ।
অপর দিকে সকাল ১১টায় নরসিংদী পৌরসভা চত্বর থেকে সর্বস্তরের মুসলমান এক বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচী শেষ করে।
নরসিংদী শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলখানা মোড়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
Leave a comment