ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে ।
এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ইসরায়েলি প্রতিষ্ঠানের কোমল পানীয় নষ্ট করা হয়। হামলার পর কর্তৃপক্ষ রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটেছে । তার আগে, নগরীর বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক বিক্ষোভকারী মিরবক্সটুলা এলাকায় জড়ো হতে দেখা যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ফিলিস্তিনে নিরস্ত্র জনগণের উপর হামলা চালানো ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের মাটিতে স্থান পেতে পারে না।
তারা জানিয়েছেন, কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় বিক্রি করা হচ্ছে, যা তারা মেনে নিতে পারেন না। তারা আরও বলেন, ফিলিস্তিনিদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রস্তুত রয়েছে।
বর্তমান হামলা শুধু একটি অঞ্চলের বিরুদ্ধে নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
Leave a comment