বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আরও একজন তরুণ আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন খোরশেদ আলম, যিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি, এবং আসাফুদৌলা নিয়ন, যিনি বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট। তাদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক তরুণও আহত হন। তিনজনই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
সাংবাদিক খোরশেদ আলম বলেন, জুস পান করে বের হওয়ার সময় একদল কিশোর বয়সী যুবক হঠাৎ তাদের ঘিরে ধরে মারধর শুরু করে। প্রথমে নিয়নকে আক্রমণ করে, পরে তাকে রক্ষা করতে গেলে খোরশেদ আলম ও তৌফিকুল ইসলামকেও মারধর করা হয়।
সাংবাদিক নিয়ন জানান, হামলাকারীদের বেশিরভাগ অচেনা হলেও একজন পরিচিত ছিল। তারা তার নাম জিজ্ঞেস করে এবং পেছন থেকে মাথায় ও চোখে মারধর শুরু করে।
এ ঘটনায় বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, হামলাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হামলাকারীদের ধরতে একাধিক টিম কাজ করছে। তিনি জানান, খুব দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a comment