Home জাতীয় অপরাধ কুমিল্লায় কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ
অপরাধ

কুমিল্লায় কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ

Share
Share

কুমিল্লার বুড়িচং উপজেলায় পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে এক কিশোরীকে (১৬) রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীর অভিযোগ, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে একটি মৎস্য খামারে তুলে নিয়ে স্থানীয় এক তরুণ এ কাজ করেছেন। এ ঘটনায় শনিবার বুড়িচং থানায় মামলা হলেও রোববার বিকেল পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসা থেকে এ বছরের দাখিল পরীক্ষার্থী। ধর্ষণের অভিযোগে তার করা মামলায় আসামির বয়স ১৮। ওই কিশোরী জানায়, একই এলাকার বাসিন্দা হওয়ায় ছেলেটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৭ মার্চ রাত ৯টার দিকে (পবিত্র শবে কদরের রাত) ছেলেটি তাঁর এক বন্ধুকে নিয়ে তরুণীর বাড়ির পাশে গিয়ে তার সঙ্গে দেখা করেন। কথা বলার এক পর্যায়ে তরুণীকে জোরপূর্বক পাশের এক মৎস্য খামারে নিয়ে যান তরুণ প্রেমিক। সেখানে তরুণীকে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে তাকে রাতভর ধর্ষণ করেন। ধর্ষণের পর তাকে ফেলে পালিয়ে যান প্রেমিক।
ওই তরুণীর বাবা জানান, ঘটনার পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে মেয়ের কক্ষে গিয়ে দেখেন সে ঘরে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে ভোরে তাকে রাস্তার মধ্যে অর্ধ–অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জেনে প্রেমিকের বাড়িতে বিচার দিলে তারা বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা কোনো সমাধানে আসেনি। একপর্যায়ে ওই কিশোরী থানায় মামলা করলে তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
ওই তরুণীর বাবা বলেন, ‘প্রেমের ফাঁদে ফেলে আমার মেয়ের সর্বনাশ করা হয়েছে। সামনে পরীক্ষা, এমন সময়ে এ ঘটনার কারণে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে সে। আমি ন্যায়বিচার চাই।’
এ বিষয়ে আজ রোববার বিকেলে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল্লাহ প্রধান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের কারণে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। তবে মেয়েটির বয়স কম, এ জন্য তার দেওয়া এজাহারের ভিত্তিতে ধর্ষণের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অধিকৃত পশ্চিম তীর-জর্ডান উপত্যকা সংযুক্তিতে ইসরায়েলে প্রস্তাব পাস

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার একটি প্রস্তাব গতকাল পাস হয়েছে। এতে করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচ্যসূচিতে...

থাইল্যান্ডের এফ–১৬ হামলায় কম্বোডিয়ায় উত্তেজনা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পুরোনো সীমান্ত দ্বন্দ্ব নতুন করে ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া সংঘাতে...

Related Articles

গোপালগঞ্জ সহিংসতা: ৪ মামলায় অজ্ঞাতপরিচয়ে আসামি প্রায় ৬ হাজার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে গত বুধবারের সহিংসতা ও প্রাণহানির ঘটনায়...

কুমিল্লায় ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির কার্যালয়ে হামলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে ব্যানারে নেতার ছবি না...

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছ ৭২ জন

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতা,...

জয় বাংলা স্লোগানে ভিডিও, চট্টগ্রামে ১২ তরুণ আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টিকটকের ভিডিও ধারণ করতে...