Home জাতীয় অপরাধ বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, ছুরিকাহত অন্তত ১৫ জন
অপরাধজাতীয়

বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, ছুরিকাহত অন্তত ১৫ জন

Share
Share

রংপুরের বদরগঞ্জে একটি দোকান ভাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের অনেকেই ছুরিকাঘাতে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুরে শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষে রণক্ষেত্রের চিত্র দেখা যায়।
নিহত ব্যক্তি লাভলু মিয়া (৫০) বদরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেলে ভর্তি করা হলে বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি মারা যান। তাঁর ছেলে রায়হান আলী বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ঘটনার সূত্রপাত বদরগঞ্জ বাজারের শহীদ মিনার এলাকার একটি টিনের দোকান ঘিরে। ব্যবসায়ী জাহিদুল হক দোকানটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসতিয়াক হোসেনের কাছ থেকে ২০২৮ সাল পর্যন্ত ভাড়া নেওয়ার চুক্তি করেছেন বলে দাবি করেন। তবে ইসতিয়াক হোসেন দোকান ছাড়ার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।
বুধবার সন্ধ্যায় ইসতিয়াকের নেতৃত্বে একদল সন্ত্রাসী জাহিদুলের দোকানে হামলা করে বলে জানান জাহিদুল। এতে তিনি ছুরিকাহত হন।
এই ঘটনার পর থেকেই স্থানীয় বিএনপির কর্মীরা দুই ভাগে বিভক্ত হন। জাহিদুল হকের পক্ষে অবস্থান নেন ইউপি চেয়ারম্যান শহিদুল হক ও ব্যবসায়ী নেতা সারোয়ার জাহান। বিপরীতে ইসতিয়াকের পক্ষে ছিলেন সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর।
শনিবার দুপুরে জাহিদুল হকের পক্ষ থেকে শহীদ মিনারে মানববন্ধনের প্রস্তুতি চলছিল। এ সময় হুমায়ুন কবীরের নেতৃত্বে বিপক্ষের শতাধিক লোক দেশি অস্ত্রসহ সেখানে হাজির হয়ে ব্যানার ছিঁড়ে ফেলে এবং হামলা চালায়। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ, যা চলে দুপুর একটা পর্যন্ত।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মুবাশ্বির জানান, আহত ১৫ জনের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। তাঁদের প্রত্যেকের শরীর ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সংঘর্ষের সময় ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমানের গাড়ির কাচ ভেঙে যায়। গাড়ির ভেতরে থাকা তাঁর শিশুকন্যা মাহরিন (৮) আহত হয়। এ ছাড়া আরও তিনটি প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার দাবি করেন, তাঁর ঘনিষ্ঠজন লাভলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে শহিদুল হক ও হুমায়ুন কবীর হামলার অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষকে দায়ী করেন। তাঁরা দাবি করেন, শান্তিপূর্ণ মানববন্ধনে প্রতিপক্ষ হামলা চালিয়েছে।
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, “একটি দোকানকে কেন্দ্র করেই মূল সংঘর্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
বদরগঞ্জের এ সংঘর্ষ স্থানীয় রাজনীতিতে বিদ্যমান বিভাজন, দলীয় প্রভাব ও অর্থনৈতিক স্বার্থের সংঘাতের বহিঃপ্রকাশ। এক দোকান ঘিরে এমন প্রাণঘাতী রক্তপাত স্থানীয়দের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা- ছেলের

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চড়িয়া মধ্যপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন বাবা ও ছেলে মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নুর...

ভারতে ‘ডাইনি’ সন্দেহে এক পরিবারের ৫ জনকে পিটিয়ে হত্যা, মরদেহে দেয়া হলো আগুন

ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার একটি আদিবাসী গ্রামে ‘ডাইনি বিদ্যা চর্চা’র অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচজনকে। রোববার (৬ জুলাই)...

Related Articles

সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সৎ বাবা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ সৎ বাবাকে গ্রেফতার করেছে।...

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৬২ বাংলাদেশি

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার...

ব্যবসায়িক অংশীদারকে হত্যা: ১৬ জুলাই ইয়েমেন ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করবে

ইয়েমেন , ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আগামী ১৬ জুলাই কার্যকর করবে।...

সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা...