Home Uncategorized গোপন নথিতে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে চীনা ‘গুপ্তচর’-এর ঘনিষ্ঠ যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
Uncategorized

গোপন নথিতে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে চীনা ‘গুপ্তচর’-এর ঘনিষ্ঠ যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Share
Share

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে চীনের কথিত এক গুপ্তচরের সঙ্গে গভীর সম্পর্ক থাকার নতুন তথ্য ফাঁস হয়েছে। গোপন রাখা নথিপত্রে প্রকাশ পেয়েছে, বিতর্কিত সেই সাক্ষাৎকারের (২০১৯ সালের নিউজনাইট সাক্ষাৎকার) পর যখন অ্যান্ড্রুর ভাবমূর্তি একেবারেই ভেঙে পড়ে, তখন তার প্রধান উপদেষ্টা ডমিনিক হ্যাম্পশায়ার ওই চীনা ব্যক্তিকে “টানেলের শেষ প্রান্তের একমাত্র আলো” হিসেবে দেখতেন।
চীনা নাগরিক ইয়াং তেংবো—যাকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ সন্দেহভাজন গুপ্তচর হিসেবে চিহ্নিত করেছে—তার সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে আদালতে গোপন থাকা এই নথিগুলো প্রকাশিত হয়, বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের আইনি চাপের পর। ইয়াং অবশ্য সব ধরনের ভুলকর্মের অভিযোগ অস্বীকার করেছেন।
নথিগুলোতে জানা যায়, ইয়াং তেংবোর মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর একটি “যোগাযোগ চ্যানেল” তৈরি হয়েছিল। এই যোগাযোগের অংশ হিসেবে প্রতিবছর শি-কে জন্মদিনের শুভেচ্ছাপত্র পাঠানো হতো। অ্যান্ড্রু বিশ্বাস করতেন, ইয়াংয়ের সহায়তায় তিনি চীনে ব্যবসায়িক সুযোগের মাধ্যমে নিজের জনসম্মুখে অবস্থান পুনরুদ্ধার করতে পারবেন।
এমনকি “ইউরেশিয়া ফান্ড” নামে একটি বিনিয়োগ প্রকল্পের বিষয়ে শি-কে সরাসরি জানানোও হয়েছিল, যেটি অ্যান্ড্রু পরিচালনা করতে চেয়েছিলেন। ইয়াং নিজেই এই প্রকল্পটি চীন সরকারের কাছে তুলে ধরেছিলেন বলে জানিয়েছেন।
নথিতে উঠে এসেছে রাজপরিবারের অভ্যন্তরে অ্যান্ড্রুকে ঘিরে নানা বিভ্রান্তি ও আস্থা সংকটের চিত্র। উইন্ডসর প্রাসাদে গোপন বৈঠকে অংশ নিতে সাংবাদিকদের চোখ এড়িয়ে প্রাসাদে প্রবেশ করেছিলেন অ্যান্ড্রু। এসব বৈঠকে রাজা চার্লস, ডিউক অ্যান্ড্রু এবং উপদেষ্টা হ্যাম্পশায়ার উপস্থিত ছিলেন।
ডমিনিক হ্যাম্পশায়ার স্বীকার করেছেন, রাজপরিবারের বিভিন্ন স্তরে “সব জায়গায় ফাঁস হওয়া তথ্য” ছড়িয়ে ছিল, যার কারণে অ্যান্ড্রুর পরিকল্পনা গোপন রাখা কঠিন হয়ে পড়ে। এসব কারণে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অ্যান্ড্রুর ব্যক্তিগত সচিবকে পর্যন্ত বাদ দেওয়া হয়।
২০১৯ সালের বিতর্কিত সাক্ষাৎকারের পর থেকেই রাজপরিবারে একঘরে হয়ে পড়েন অ্যান্ড্রু। সেই সময় ইয়াং তেংবো ছিলেন তার কাছের ও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি। রাজপ্রাসাদের অভ্যন্তরীণ মনোভাব বর্ণনা করতে গিয়ে হ্যাম্পশায়ার বলেন, “ডিউকের ভাবমূর্তি তখন একেবারেই পুনরুদ্ধারযোগ্য ছিল না।”
নথিপত্রে আরও উঠে এসেছে, চীনের কমিউনিস্ট পার্টির একটি গোপন রাজনৈতিক প্রভাব বিস্তারকারী শাখার সঙ্গে ইয়াংয়ের যোগাযোগ ছিল, যেটি ব্রিটেনে রাজনীতিবিদ, একাডেমিক এবং ব্যবসায়ীদের প্রভাবিত করতে গোপনে কাজ করে থাকে।
এ ধরনের ধীর ও কৌশলী প্রভাব বিস্তার প্রক্রিয়াকে “এলিট ক্যাপচার” বলা হয়ে থাকে। বিশেষ অভিবাসন আপিল কমিশন (Siac) জানিয়েছে, অ্যান্ড্রুর সঙ্গে ইয়াংয়ের সম্পর্ক “অস্বাভাবিক মাত্রার আস্থার” পরিচায়ক।
নথিপত্র প্রকাশের পর বাকিংহাম প্যালেস সাফ জানিয়ে দিয়েছে, রাজা চার্লসের সঙ্গে ইয়াং তেংবোর কোনো ধরনের যোগাযোগ ছিল না। তারা জানায়, ওই সন্দেহভাজন গুপ্তচরের নাম কখনো কোনো বৈঠকে উচ্চারিত হয়নি এবং তার সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্কের অনুমোদনও দেওয়া হয়নি।
এই বিস্ফোরক তথ্য ফাঁসের মাধ্যমে আবারও প্রশ্ন উঠেছে রাজপরিবারের সদস্যদের কূটনৈতিক ও ব্যবসায়িক ভূমিকা, বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা সম্পর্কে—বিশেষত যখন আন্তর্জাতিক সম্পর্ক এবং গোয়েন্দা কার্যক্রমের বিষয়গুলো এত সংবেদনশীল পর্যায়ে পৌঁছে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাশিয়ার রোস্তভে ইউক্রেনীয় ড্রোন হামলা: নিহত ৩

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোস্তভ-অন-ডন বন্দরে নোঙর করা একটি কার্গো জাহাজের দুই...

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজন শীর্ষ নেতার...

Related Articles

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

মুন্সীগঞ্জে লুট হওয়া শটগানসহ একজন গ্রেফতার

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে সদর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও এক...

শেখ হাসিনার আগে মৃত্যুদণ্ড পেয়েছিলেন যে শীর্ষ নেতারা

দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে শীর্ষ নেতাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা...

দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩...