Home জাতীয় অপরাধ ভোলায় চাঁদাবাজির অভিযোগে যুবককে গণপিটুনি, ছুরিকাঘাতে দুই চোখে আঘাত
অপরাধজাতীয়

ভোলায় চাঁদাবাজির অভিযোগে যুবককে গণপিটুনি, ছুরিকাঘাতে দুই চোখে আঘাত

Share
Share

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মো. হাসান (২৩) নামে এক তরুণকে নির্মমভাবে মারধর করেছে এলাকাবাসী। পিটুনির একপর্যায়ে তাঁর হাত–পা ভেঙে দেওয়া হয় এবং ছুরি দিয়ে দুই চোখে আঘাত করা হয়। ধারণা করা হয়েছিল তিনি মারা গেছেন, তাই তাঁকে সড়কের পাশে ফেলে চলে যান স্থানীয়রা।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে। পরে গ্রাম পুলিশের সহায়তায় হাসানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ভোলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
হাসান দেউলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতন মাঝির ছেলে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিরুপম সরকার বলেন, হাসানের চোখ “তুলে নেওয়া হয়নি”, তবে ছুরি দিয়ে গুরুতরভাবে আঘাত করা হয়েছে। তাঁর হাত–পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ, চৌকিদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তাঁর তৎপরতা আরও বেড়ে যায়। প্রায়ই তিনি অটোরিকশা থামিয়ে চাঁদা আদায় করতেন। গতকালও ঝিটকা বাজারের এক দোকানি থেকে চাঁদা তুলতে গেলে প্রতিবাদ করায় আরেক তরুণকে ছুরিকাঘাত করেন তিনি। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে ধরে গণপিটুনি দেয়।
হাসানের বাবা রতন মাঝি দাবি করেন, দুই দিন আগে এলাকার রুবেলের সঙ্গে হাসানের মারামারি হয়েছিল। সেই ঘটনার জেরে গতরাতে পরিকল্পিতভাবে হাসানকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে চোখে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাঁর ছেলে নিরপরাধ, পূর্বশত্রুতার জেরে এই হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, হাসান এলাকায় একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এলাকাবাসীর হাতে গণপিটুনির পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিটিশ দুই আইনপ্রণেতাকে আটক করল ইসরায়েল

ইসরায়েল যুক্তরাজ্যের আইনসভার দুই সদস্যকে আটক করেছে ।ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তারা ইসরায়েল সফরে গিয়েছেন। তবে তাদের কোনো কার্যালয়ে ঢুকতে দেয়নি...

মোদি সরকারের মুসলমানবিরোধী পদক্ষেপ হচ্ছে ওয়াকফ বিল : আসিফ নজরুল

গত বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে। যাকে কেন্দ্র করে এখন ক্ষোভে ফুঁসছে ভারতের মুসলামনরা।  এর প্রভাব পড়েছে বাংলাদেশেও । এই...

Related Articles

গাজায় চলমান বর্বরতার প্রতিবাদে, নরসিংদীতে অর্ধলক্ষ মানুষের বিক্ষোভ

নরসিংদীতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অর্ধলক্ষাধিক মানুষের...

ইসরাইলি হামলার প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে হচ্ছে না ক্লাস ,পরীক্ষা

ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলার করছে । এতে দীর্ঘ থেকে দীর্ঘতর...

ছেলের দায়ের কোপে মারা গেলেন মা!

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বড় ছেলের দায়ের কোপে ছোট ছেলের পর অবশেষে গুরুতর...

হাসিনার লজ্জা করে তাই লাইভে চেহারা দেখায় না: কর্নেল অলি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি...