Home Uncategorized রিচার্জেবল ইউরেনিয়াম ব্যাটারি উদ্ভাবন করল জাপান 
Uncategorized

রিচার্জেবল ইউরেনিয়াম ব্যাটারি উদ্ভাবন করল জাপান 

Share
Share

জাপান অ্যাটমিক এনার্জি এজেন্সি, প্রথম ইউরেনিয়াম-নির্ভর রিচার্জেবল ব্যাটারি উদ্ভাবন করেছে । এ ক্ষেত্রে ইউরেনিয়ামকে ব্যবহার করা হয়েছে ‘অ্যাকটিভ ম্যাটেরিয়াল’ হিসেবে। এই ইউরেনিয়াম কাজে লাগবে ব্যাটারির ভেতরের তড়িৎরাসায়নিক প্রক্রিয়ায়। এ প্রক্রিয়ায় সাধারণত লিথিয়াম বা সিসা ব্যবহার করে ব্যাটারির ভেতরে ইলেকট্রনের প্রবাহ ঘটানো হয়। এভাবে ব্যাটারির ভেতরে তৈরি হয় বিদ্যুৎ। এই লিথিয়াম বা সিসার বদলেই নতুন ব্যাটারিতে ব্যবহৃত হচ্ছে ইউরেনিয়াম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপান অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, ‘ইউরেনিয়ামকে অ্যাকটিভ ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করে আমরা সফলভাবে একটি রিচার্জেবল ব্যাটারি বানিয়েছি ।’

গবেষকদের ধারণা, এই উদ্ভাবন একসঙ্গে বড় দুটি বৈশ্বিক সমস্যার সমাধান করবে। এক, নিউক্লিয়ার বর্জ্যব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে এর ফলে। আর দুই, কার্যকর শক্তি সংরক্ষণাগার হিসেবে নতুন সম্ভাবনার দরজার খুলে যাবে।

গবেষক দলের ভাষ্যে জানা গেছে, এই গবেষণায় ব্যবহৃত ইউরেনিয়ামের বৈশিষ্ট্য ডিপলেটেড ইউরেনিয়ামের মতো। নিউক্লিয়ার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্টের পরে বাড়তি বা অতিরিক্ত যে ইউরেনিয়াম থেকে যায়, সহজ ভাষায় সেগুলোকেই বলে ডিপলেটেড ইউরেনিয়াম। এগুলোকে বর্তমানে নিউক্লিয়ার বর্জ্য হিসেবে বিশেষভাবে সংরক্ষণ করতে হয়। এই সমস্যার সমাধান মিলবে এ গবেষণার হাত ধরে।

গবেষক দলের ভাষ্যমতে, ‘ইউরেনিয়ামের বেশ কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য রয়েছে। সে জন্য বহুকাল ধরেই এটিকে রাসায়নিক ব্যাটারির সম্ভাব্য অ্যাকটিভ ম্যাটেরিয়াল বলে ভাবা হচ্ছিল।’ এ গবেষণায় অবশেষে তা বাস্তবায়িত হলো। জাপানি অ্যাটমিক এনার্জি এজেন্সি বলছে, ‘ এর মাধ্যমে ডিপলেটেড ইউরেনিয়াম কাজে লাগানো যাবে। নিউক্লিয়ার বর্জ্য ব্যবস্থাপনাও সহজ হবে এর ফলে।’

ডিপলেটেড ইউরেনিয়াম ব্যবহার করে প্রথম এরকম ব্যাটারি জাপানই উদ্ভাবন করেছে। তবে এর আগে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সিজিয়াম-১৩৭ ও কোবাল্ট-৬০ ব্যবহার করে ব্যাটারি উদ্ভাবন করেছেন। সেই গবেষণাটিকেও বেশ সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। আসলে, নিউক্লিয়ার ব্যাটারি নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে গোটা বিশ্বেই। এর কোনটি প্রথম বাজারে আসার উপযুক্ত বলে বিবেচিত হবে, তা জানতে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মুনাফিকি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে’—মির্জা ফখরুল

ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট চাওয়ার প্রবণতার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, একটি মহল...

সাভারের ‘সিরিয়াল কিলার’ সম্রাট গ্রেপ্তার: ৬ হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা

সাভারে একের পর এক ছয়টি নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়ানো মশিউর রহমান খান সম্রাট (৪০) নামের এক ব্যক্তি...

Related Articles

‘স্যার’ নয়, ‘ভাইয়া’ বললেই ভালো লাগে: তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান...

ডাকসুর কনসার্টে ফ্রি সিগারেট বিতরণে তোলপাড়

শীতার্ত মানুষের সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে বিনামূল্যে সিগারেট বিতরণের ঘটনায় ঢাকা...

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি ব্যস্ত শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন...

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহীসহ যাত্রীবাহী বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হওয়ার ঘটনায়...