Home জাতীয় তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, দ্রুত সুস্থতার লক্ষণ
জাতীয়

তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, দ্রুত সুস্থতার লক্ষণ

Share
Share

হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

ঢাকা – প্রিমিয়ার লিগের একটি ম্যাচের সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল মাঠে টস করার ঠিক পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক পর্যায়ে গ্যাস্ট্রিকজনিত সমস্যা হিসেবে ওষুধ গ্রহণের পরও অবস্থা পরিবর্তিত না হওয়ায়, তাঁকে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, “জ্ঞান ফিরেছে তামিমের। জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে ভক্ত-সমর্থকরা দোয়া করছেন। ।

তামিমের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছে ওনি করেছেন। এবং খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণের চেষ্টা করছি।’

পরে বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেন, ‘প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে প্রতিটা স্টেপে নেয়া হয়েছে।’ বর্তমানে তামিম ইকবাল কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকেরা আশাবাদী যে, সামান্য সময়ের মধ্যে তামিম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেহবাজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে।

রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া...

আমেরিকান জিম্মিকে মুক্তির ঘোষণা দিয়েছে হামাস।

যুক্তরাষ্ট্রের তত্ত্বাধানে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে স্বাধীনতাকামী শাসক দল হামাস ইতিবাচক পদক্ষেপ নিয়েছে । শান্তি চুক্তিতে...

Related Articles

ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাবি ছাত্রদল নেতা সাম্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের...

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম পৌঁছেছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম...

সরকারপ্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের নবম...