Home জাতীয় আইন-বিচার বদরগঞ্জে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার
আইন-বিচার

বদরগঞ্জে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

Share
Share

রংপুরের বদরগঞ্জে সাংবাদিক আবদুস সালাম বিশ্বাসকে মারধরের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই রবিউল আলম, কনস্টেবল আল আমিন হোসেন ও মজিবর রহমান। তাঁরা বদরগঞ্জ থানায় দায়িত্ব পালন করছিলেন, তবে বর্তমানে তাঁদের পুলিশ লাইন্সে ফেরত পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান বলেন, ‘রংপুরের পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, আহত সাংবাদিক আবদুস সালাম বিশ্বাসকে দেখতে পুলিশ সুপার নিজে যাবেন।

আহত সাংবাদিক বর্তমানে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাকির মুবাশ্বির জানান, ‘আঘাতে তাঁর বাম পা কিছুটা ফুলে গেছে। তাঁকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।’

আব্দুস সালাম বিশ্বাস অভিযোগ করেন, গত বুধবার বেলা তিনটার দিকে বদরগঞ্জ থানার মূল ফটকের কাছাকাছি দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি পুলিশের একটি পিকআপ ভ্যানে থাকা সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা দেখতে পান। তিনি সেই দৃশ্য মুঠোফোনে ধারণের চেষ্টা করলে অভিযুক্ত পুলিশ সদস্যরা তাঁর ফোন কেড়ে নিয়ে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করেন। পরে তাঁকে থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা থানায় গেলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের ‘অপেশাদার আচরণ’ বলে দুঃখ প্রকাশ করেন। পরে অভিযুক্ত পুলিশ সদস্যরাও তাঁদের আচরণের জন্য ক্ষমা চান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ধ্বংসের মহামারি: আরব বিশ্ব কেন নীরব?

গাজায় এখন কেবল আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপ আর আর্তনাদের প্রতিধ্বনি। প্রতিদিন হাজার হাজার বোমার আঘাতে বিধ্বস্ত হচ্ছে শহর, ঝরছে নিরীহ প্রাণ। শিশুদের খেলার...

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা, পালানোর সময় ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় এক মর্মান্তিক পারিবারিক সংঘর্ষের ঘটনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন, আর পালানোর সময় মাঠে পড়ে গিয়ে মারা গেছেন সেই ছেলে। রবিবার...

Related Articles

লক্ষ্মীপুরে নবগৃহবধূকে ধর্ষ’ণের অভিযোগ

হাত-পা বেঁধে নবগৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রামগতিতে ।  সোমবার ২৪...

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ

আদালত চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায়, ক্রিকেটার সাকিব আল...

খুলনার আলোচিত লেডিবাইকার এশা গ্রেপ্তার

এক তরুণীকে মাদক সেবন করিয়ে নির্যাতনের অভিযোগে খুলনার আলোচিত নারী মোটরসাইকেল প্রশিক্ষক...

দুদকের অনুসন্ধান শুরু সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে

দুর্নীতি দমন কমিশন (দুদক) , পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান...