রাজধানীর পল্লবী এলাকায় এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগী ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন, যার মধ্যে দুইজনকে—নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক এনামুল হক (৩৮) ও হামিদুর রহমান (৫০)—পল্লবী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী সাংবাদিক ক্যান্টনমেন্ট ও পল্লবী থানার সীমান্তবর্তী আজিজনগরে একটি অপরাধী চক্রের বিষয়ে অনুসন্ধানে গিয়েছিলেন। তবে রাত ১টার দিকে ইসিবি চত্বরে দুর্বৃত্তরা তাকে আটকে ফেলে এবং জোরপূর্বক গ্রীন সিটি বালুর মাঠের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়, যেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পল্লবী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
Leave a comment