বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবক এক তরুণীকে হত্যা করেছেন। এরপর নিজেও আত্মহত্যা করেছেন। নিহত তরুণীকে তিনি দীর্ঘদিন ধরে পছন্দ করতেন এবং বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যের বেলাগাভি জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত তরুণীর নাম ঐশ্বরিয়া মহেশ লোহার (২০)। তিনি নাথ পাই সার্কেলের কাছে একটি বাড়িতে থাকতেন। হত্যাকাণ্ডের সময় তিনি সেখানেই ছিলেন।
অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম প্রশান্ত কুন্দেকার (২৯)। তিনি বেলাগাভির ইয়েলুর গ্রামের বাসিন্দা ও পেশায় চিত্রশিল্পী। এক বছরের বেশি সময় ধরে ঐশ্বরিয়াকে ভালোবাসতেন এবং বিয়ের জন্য তাকে রাজি করানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ঘটনার দিন প্রশান্ত তার মায়ের কাছে গিয়ে ঐশ্বরিয়াকে বিয়ের ইচ্ছার কথা জানান। তবে তার মা তাকে আগে আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার পরামর্শ দেন।
মঙ্গলবার প্রশান্ত বিষের বোতল নিয়ে ঐশ্বরিয়ার খালার বাড়িতে যান। সেখানে তিনি আবারও ঐশ্বরিয়াকে বিয়ের জন্য জোর করেন। তবে ঐশ্বরিয়া রাজি না হলে তিনি প্রথমে তাকে বিষ পান করাতে চান। এতে ঐশ্বরিয়া বাধা দিলে, প্রশান্ত ক্ষিপ্ত হয়ে পকেট থেকে ছুরি বের করে তার গলা কেটে হত্যা করেন।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ঐশ্বরিয়ার মৃত্যু হয়। এরপর প্রশান্ত একই ছুরি দিয়ে নিজের গলাও কেটে আত্মহত্যা করেন।
এ ঘটনার পর সিটি পুলিশ কমিশনার ইয়াদা মার্টিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিস্তারিত তদন্ত চলছে।
Leave a comment