বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক অনিন্দিতা দত্তকে রোববার দুপুরে একদল মানুষ হেনস্তা করার চেষ্টা করে। ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘটে, যেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনাবাহিনী এসে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।
অনিন্দিতা দত্ত সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি অভিযোগ করেছেন, কুমিল্লার চান্দিনার এক ব্যক্তি এই ঘটনার পেছনে জড়িত।
বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অনিন্দিতাকে নাজেহাল করার জন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে লোকজন জড়ো হয়েছিল। তিনি জানান, তিনজন ব্যক্তি তাঁর পথ আটকে হুমকি দেয় এবং তাঁদের সঙ্গে যেতে বলে। পরে বিভাগের শিক্ষকদের সহায়তায় তিনি নিজ বিভাগে আশ্রয় নেন।
তিনি আরও দাবি করেন, সজল কর নামের এক ব্যক্তি এবং একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতারা এ ঘটনার পেছনে রয়েছেন। তবে সজল কর বলেন, তিনি শুধু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং কোনো সংঘবদ্ধ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এসে অনিন্দিতা দত্তকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
Leave a comment