থাইল্যান্ডে আশ্রয় নেওয়া অন্তত ৪০ জন উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠানোর ঘটনায় দেশটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক দাপ্তরিক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, “থাই কর্মকর্তারা ২৭ ফেব্রুয়ারি উইঘুর মুসলিমদের জোরপূর্বক চীনে ফেরত পাঠানোর ঘটনায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।” (সূত্র: রয়টার্স)
রুবিও আরও বলেন, “চীন দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিমদের নির্যাতন, অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘন করছে। আমরা সকল দেশের প্রতি আহ্বান জানাই, যেন তারা উইঘুরদের চীনে ফেরত না পাঠায়।”
উল্লেখ্য, উইঘুর মুসলিমরা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী একটি সংখ্যালঘু সম্প্রদায়, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিনের।
থাই কর্তৃপক্ষ প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার কাছ থেকে উইঘুরদের পুনর্বাসন বিষয়ে সাহায্যের প্রস্তাব পেয়েছিল। তবে ব্যাংকক চীনকে ক্ষুব্ধ করতে চায়নি বলে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
উইঘুর মুসলিমদের ফেরত পাঠানোর পর যুক্তরাষ্ট্র অসন্তোষ প্রকাশ করে। তবে থাই কর্তৃপক্ষ তখন বলেছিল, তারা আইন ও মানবাধিকার বজায় রেখেই এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার নিষেধাজ্ঞা জারির পর রয়টার্স ওয়াশিংটনে থাই দূতাবাসের কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
Leave a comment