নর্থ ক্যারোলিনার পিট-গ্রিনভিল বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানটিতে দুইজন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে নর্থ ক্যারোলিনা স্টেট হাইওয়ে পেট্রোল জানিয়েছে, ঘটনাস্থলে ‘মানব অবশেষ’ পাওয়া গেছে। তবে এই অবশেষ বিমানের আরোহীদের কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পিট-গ্রিনভিল বিমানবন্দরটি মূলত সাধারণ বিমান চলাচল ও আমেরিকান এয়ারলাইনসের যাত্রী সেবার জন্য ব্যবহৃত হয়। দুর্ঘটনার পর থেকে গ্রিনভিল পুলিশ বিভাগ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
বিমান বিধ্বস্তের কারণ এখনো স্পষ্ট নয়। উদ্ধার অভিযান ও তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a comment