প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অঙ্গীকার করেছেন যে, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করা হবে।
আজ শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই ইফতারে অংশগ্রহণ করেন।
রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগের জন্য প্রধান উপদেষ্টা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। ইফতারের আগে তিনি এবং জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
Leave a comment