Home জাতীয় রুপির প্রতীক পরিবর্তনের সিদ্ধান্ত তামিলনাড়ুর, বাড়ছে হিন্দি-তামিল ভাষাবিরোধ
জাতীয়

রুপির প্রতীক পরিবর্তনের সিদ্ধান্ত তামিলনাড়ুর, বাড়ছে হিন্দি-তামিল ভাষাবিরোধ

Share
Share

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু তাদের ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্‌-বাজেট প্রচারণায় ভারতীয় মুদ্রা রুপির প্রচলিত প্রতীক পরিবর্তন করেছে। বাজেটসংক্রান্ত নথি ও পোস্টারগুলোতে দেবনাগরী হরফ ‘₹’-এর পরিবর্তে তামিল বর্ণ ‘ரு’ (রু) ব্যবহার করা হয়েছে। শুক্রবার রাজ্যের বিধানসভায় এই বাজেট পেশ করা হবে।
এই সিদ্ধান্তকে ‘বিচ্ছিন্নতাবাদী মনোভাব’ বলে সমালোচনা করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি অভিযোগ করেছেন, তামিলনাড়ুর এই পদক্ষেপ ভারতের ঐক্যকে দুর্বল করার ইঙ্গিত দেয় এবং আঞ্চলিক অহংকারের নামে বিভাজন উসকে দেয়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই পরিবর্তনের বিষয়ে একটি পোস্ট দেন। এতে তিনি দুটি গ্রাফিকস কার্ড যুক্ত করেন—এক পাশে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের প্রচারণার ছবি, যেখানে প্রচলিত রুপি প্রতীক রয়েছে; অন্য পাশে ২০২৫-২৬ অর্থবছরের ছবি, যেখানে তামিল অক্ষর ‘ரு’ দেখা যাচ্ছে।
তামিল ভাষায় ‘রুবাই’ শব্দের অর্থ টাকা বা রুপি। রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন অনুমোদন করেনি, তবে সরকারিভাবে সিদ্ধান্ত হলে দাপ্তরিক কাজে ‘₹’-এর পরিবর্তে ‘ரு’ ব্যবহার করা হবে।
হিন্দি ভাষা শিক্ষাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও ডিএমকে নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকারের বিরোধ দীর্ঘদিনের। রাজ্যে সরকারি স্কুলগুলোতে কেবল ইংরেজি ও তামিল ভাষা শেখানো হয়, হিন্দি নয়। ফলে কেন্দ্রীয় সরকারের ‘ত্রিভাষা’ নীতি কখনোই সেখানে বাস্তবায়িত হয়নি।
২০২০ সালে চালু হওয়া নতুন শিক্ষানীতিতে তিন ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়, যেখানে কেন্দ্র ৬০% ও রাজ্য ৪০% ব্যয় বহন করবে। গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা দেন, তামিলনাড়ু সরকার যদি হিন্দি শিক্ষা বাধ্যতামূলক না করে, তাহলে তারা কেন্দ্রের বরাদ্দ পাবে না। এর জেরে রাজ্য-কেন্দ্রের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন এই সিদ্ধান্তকে ‘রাজ্যকে ব্ল্যাকমেল করার কৌশল’ বলে দাবি করেন এবং জানান, কেন্দ্র তাদের পাওনা ২,৪০০ কোটি রুপি আটকে রেখেছে।
বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীদের দাবি, তামিলনাড়ু সরকার মূল ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতে ইচ্ছাকৃতভাবে এ ধরনের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির মুখপাত্র নারায়ণ তিরুপতি বলেন, ‘রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাই জনগণের দৃষ্টি সরাতে তারা এমন পদক্ষেপ নিচ্ছে।’
বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই এটিকে ‘বোকামি’ আখ্যা দিয়ে বলেন, ‘বর্তমান রুপি প্রতীকটি ২০১০ সালে অনুমোদিত হয়, যা ডিজাইন করেছিলেন এক সাবেক ডিএমকে নেতার ছেলে। অথচ এখন তারাই সেটি বদলানোর চেষ্টা করছে।’
সাবেক রাজ্যপাল ও বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরাজন বলেছেন, ‘এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী এবং জাতীয় স্বার্থের পরিপন্থী।’
আগামী বছর তামিলনাড়ুর বিধানসভার নির্বাচন। হিন্দি-তামিল ভাষা বিতর্কের পাশাপাশি মুখ্যমন্ত্রী স্ট্যালিন আরও একটি বড় ইস্যু তুলেছেন—সংসদের আসন বৃদ্ধি। যদি লোকসভার আসন জনসংখ্যার ভিত্তিতে বাড়ানো হয়, তাহলে উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতের রাজ্যগুলো অধিক আসন পাবে, যেখানে দক্ষিণ ভারতের তুলনায় হিন্দি ভাষার আধিপত্য বেশি। এর বিরোধিতায় স্ট্যালিন দক্ষিণের রাজ্যগুলোকে একজোট করার চেষ্টা করছেন এবং ইতোমধ্যে সমর্থনও পাচ্ছেন।
তামিলনাড়ুর রুপির প্রতীক পরিবর্তনের সিদ্ধান্ত আপাতত একটি প্রতীকী পরিবর্তন হলেও, এর রাজনৈতিক ও ভাষাগত প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যু: ন্যায়বিচারের দাবি

মাগুরায় ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায়...

ধর্ষণ মামলা করায় বাবাকে হত্যা, দুই জেলায় দুই লাশ উদ্ধার

বরগুনায় ধর্ষণ মামলার বাদীকে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে এক অজ্ঞাত যুবকের লাশ এবং নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় দিন পর এক অটোরিকশাচালকের...

Related Articles

নর্থ ক্যারোলিনায় ভয়াবহ বিমান দুর্ঘটনা

নর্থ ক্যারোলিনার পিট-গ্রিনভিল বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে...

তিন জেলায় পৃথক ধর্ষণের ঘটনায় এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা ও রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ধর্ষণের ঘটনায় দুই তরুণকে আটক...

বাড়ি ফেরার আগেই কারাগারে মৃত্যু, অবশেষে দেশে গেল বিজলির লাশ

ভারতের নাগরিক বিজলি রায় (৪০) চার বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার...

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথ উদ্যোগ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অঙ্গীকার করেছেন যে, রোহিঙ্গারা যেন আগামী...