Home জাতীয় যৌন নিপীড়নের অভিযোগে ফেরিওয়ালাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
জাতীয়

যৌন নিপীড়নের অভিযোগে ফেরিওয়ালাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Share
Share

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দেন এলাকার লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
পরে গতকাল রাতে শিশুটির বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার জিল্লুর রহমানের (৩২) বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরকুডুলিয়া গ্রামে। পেশায় তিনি ফেরিওয়ালা। ব্যাটারিচালিত ভ্যানে করে গ্রামে গ্রামে ডিম ফেরি করে বিক্রি করেন তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজ শুক্রবার সকাল ১০টায় প্রথম আলোকে বলেন, ‘আসামি জিল্লুরকে আজ আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহেরা খানমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, জিল্লুর রহমান দামুড়হুদা উপজেলায় ভ্যানে করে ডিম বিক্রি করেন। গতকাল বিকেলে তিনি ডিম বিক্রি করতে যান। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটি ডিম কিনতে বাড়ির অদূর ইটের পালার কাছে যায়। সেখানে আর কেউ ছিল না। এই সুযোগে জিল্লুর রহমান একাধিকবার শিশুটিকে জাপটে ধরেন এবং তার গায়ে হাত দেন। শিশুটি ডিম না কিনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।
এরপর পরিবারের সদস্য ও এলাকার লোকজন জিল্লুর রহমানকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে থানায় নেওয়া হয়। পরে রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জিল্লুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন।
শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ‘এর আগেও দুটি শিশুকে যৌন হয়রানি করেছিলেন জিল্লুর। লোকলজ্জার ভয়ে তখন ভুক্তভোগীরা কোনো ব্যবস্থা নেননি। ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ে এমন নিপীড়নের শিকার না হয়, সে জন্য তাঁকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজনৈতিক দলে ‘ক্রাউডফান্ডিং’: কীভাবে কাজ করে এবং এর স্বচ্ছতা কতটা জরুরি?

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় তহবিল গঠনের জন্য ‘ক্রাউডফান্ডিং’ ব্যবস্থার মাধ্যমে অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে। গত ৮ মার্চ এক সংবাদ...

রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ‘শাহবাগী’ বলা বন্ধ করতে হবে: মাহফুজ আলম

রাজনৈতিক বিভাজন দূর করে সংলাপ ও সংহতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘শাহবাগী’ বলে কাউকে...

Related Articles

ময়মনসিংহে ড্রেজার দিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এল রাইফেলের বুলেট

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর খননের সময় ড্রেজার মেশিন দিয়ে মাটি সরানোর...

মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে – নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকারের সময়েই মৌলিক...

রাজশাহীতে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াবাসহ আটক

চার বছরের সাজা মাথায় নিয়ে পলাতক থাকার পর আবারও ইয়াবাসহ আটক হলেন...

ঢাকায় জাল টাকা তৈরির চক্রের সন্ধান: ২০ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার...