বাগেরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা আজিম ভূঁইয়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে শহরের বাসাবাটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত অবস্থায় জসিম উদ্দিনকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা হয়ে ঢাকায় স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে সন্ধ্যায় শহরের নাগেরবাজার এলাকায় যুবদল নেতা জসিম উদ্দিনের প্রতিবেশী আজিম খানকে মারধর করেন আজিম ভূঁইয়া ও তাঁর লোকজন। পরে বাসাবাটি এলাকায় আজিম ভূঁইয়ার কাছে এ ঘটনার কারণ জানতে চাইলে জসিমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা দরজা ভেঙে তাঁকে টেনে বের করে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শহররক্ষা বাঁধ এলাকায় বিক্ষোভ করেন মাছ ব্যবসায়ীরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত শ্রমিক দল নেতা আজিম ভূঁইয়া ও তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ উল হাসান জানিয়েছেন, “এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a comment