রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি এবং তাঁর সহপাঠীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর সহপাঠী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর বিকেলে রাজশাহী নগরের রাজপাড়া থানার হর্টিকালচার এলাকা থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন মো. তন্ময় (২৮) ও মিলন (৩৮)। তাঁরা রাজশাহী নগরের মতিহার থানার ধরমপুর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা গেট দিয়ে ছাত্রাবাসে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী ও তাঁর সহপাঠী। এ সময় বহিরাগত তন্ময় ও তাঁর সহযোগীরা ছাত্রীকে নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদ করলে তন্ময় মারার জন্য তেড়ে আসেন। ওই ছাত্র বাধা দিলে তন্ময় ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে ছাত্রকে মারধর করা হয় এবং ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে স্থানীয় লোকজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সহায়তায় ওই দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি এবং সহপাঠীকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধিতে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
Leave a comment