ঢাকা আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন ‘সুধাসদন’সহ তাঁর পরিবারের সদস্যদের কয়েকটি সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের ১২৪টি ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শেখ হাসিনার প্রয়াত স্বামী ও পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার নামে নামকরণ করা হয়েছিল ‘সুধাসদন’। আদালতের নির্দেশনায় শেখ হাসিনা ছাড়াও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের কিছু সম্পত্তিও জব্দ করা হয়েছে।
এর আগে, ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরকারকে এক প্রতিবাদপত্র পাঠিয়ে অভিযোগ করে যে, শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে উসকানিমূলক ও ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। বাংলাদেশ সরকার ভারতের প্রতি আহ্বান জানায়, যেন ভারত অবস্থানরত শেখ হাসিনাকে এমন “মিথ্যা ও উসকানিমূলক” বক্তব্য প্রদান থেকে বিরত রাখে।
গত ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে চলা এক গণআন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়। কয়েক সপ্তাহের বিক্ষোভ ও সংঘর্ষে ৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়। ৭৭ বছর বয়সী শেখ হাসিনা এরপর ভারতে আশ্রয় নেন এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
Leave a comment