রাজধানীর বাড্ডায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত মো. তানভীর (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত তানভীরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তানভীর স্থানীয় জুনিয়র গ্রুপের সদস্য ছিলেন। পূর্বশত্রুতার জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিনিয়র গ্রুপের ছয়-সাতজন সদস্য তাঁর ওপর হামলা চালায়। তাঁরা তানভীরের পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও বেতনের ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
তানভীরের বাবা সাহাদুল্লাহ জানান, তিনি পরিবারের সঙ্গে বাড্ডার কবরস্থান এলাকায় থাকেন। ছেলের হামলার খবর পেয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে আজ সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মারা যান।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নিহতের বাবা ছয়জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাসানুর রহমান জানান, গতকাল রাতেই অভিযান চালিয়ে শাওন, হাবিব ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a comment