বরগুনায় ধর্ষণ মামলার বাদীকে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে এক অজ্ঞাত যুবকের লাশ এবং নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় দিন পর এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার মেয়ের পক্ষ নিয়ে মামলা করায় তার বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জানান, গত ২ মার্চ সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী ছিদামের ছেলে শ্রীজিৎ ধর্ষণ করে। এ ঘটনায় তার স্বামী মামলা করেছিলেন, যেখানে শ্রীজিৎ বর্তমানে কারাগারে আছে। তাদের ধারণা, প্রতিশোধ নিতে আসামির স্বজন ও বন্ধুরা তার স্বামীকে হত্যা করেছে।
বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।”
ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আকসিরনগর আবাসিক প্রকল্প এলাকার রাস্তার পাশে লাশটি পাওয়া যায়। পুলিশের ধারণা, চার-পাঁচ দিন আগে অন্যত্র হত্যা করে দুর্বৃত্তরা লাশটি সেখানে ফেলে যায়।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
শিবপুরে নিখোঁজের ছয় দিন পর সোহেল রানা (২৫) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আইয়ুবপুর ইউনিয়নের ভুরবুড়িয়া গ্রামের চকেরবাড়ির একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর জগত্পুর এলাকার চেদু মিয়ার ছেলে। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইফতারের পর অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন।
Leave a comment