সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রাজধানীর মতিঝিলে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সিবিএ অফিস থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সিবিএর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন (৫৯) এবং সিবিএর জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজ উদ্দিন (৫৫) । তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগে মামলা হয়েছে।
ভুক্তভোগী সোনালী ব্যাংকের কল্যাণ শাখার কর্মকর্তা এমদাদুল হকের অভিযোগ, মঙ্গলবার দুপুরে তাঁকে সিবিএ সভাপতির কার্যালয়ে ডেকে নিয়ে জাকির হোসেন ও তাঁর সহযোগীরা মারধর করেন এবং নগদ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ লাখ টাকার চেকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এ ছাড়া, পাঁচটি সাদা স্ট্যাম্পেও স্বাক্ষর নেওয়া হয়।
এমদাদুল হক জানান, ঘটনার পর তিনি গুলিস্তান সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ বাহিনী মতিঝিল থানা-পুলিশের সঙ্গে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও ভুক্তভোগীর স্বাক্ষর করা স্ট্যাম্প উদ্ধার করা হয়।
ব্যাংকের কর্মকর্তারা জানান, সরকার পরিবর্তনের পর থেকে জাকির হোসেন ও তাঁর সহযোগীরা প্রভাবশালী হয়ে ওঠেন এবং বিভিন্ন কর্মকর্তার ওপর চাঁদার জন্য চাপ সৃষ্টি করেন। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।
মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতরা থানার হেফাজতে রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a comment