রাজধানীর ওয়ারী এলাকা থেকে মা ও শিশুপুত্র নিখোঁজ হওয়ার এক দিন পেরিয়ে গেলেও তাঁদের সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে ছেলেকে স্কুলে নিতে গিয়ে নিখোঁজ হন লামিয়া। স্বামী হুমায়ুন কবির এ বিষয়ে ওয়ারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
হুমায়ুন কবির জানান, সকাল ১০টার দিকে স্ত্রী লামিয়া ছেলে আহনাফকে নিয়ে বলধা গার্ডেনসংলগ্ন ইএলসি স্কুলে যান। দুপুর ১২টায় পরীক্ষা শেষে বাসায় ফেরার কথা থাকলেও তাঁরা আর ফেরেননি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুরে লামিয়া ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, এরপর তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
হুমায়ুন কবির জানান, বেলা সাড়ে তিনটার দিকে একটি অপরিচিত নম্বর থেকে আহনাফের নানির মোবাইলে কল আসে। অপরপ্রান্ত থেকে বলা হয়, ‘আপনার নাতির সঙ্গে কথা বলেন।’ আহনাফ ফোনে শুধু এতটুকুই বলে, ‘আমরা নিরাপদে আছি।’ এরপরই কল কেটে দেওয়া হয়।
হুমায়ুন কবির মনে করেন, এটি একটি অপহরণের ঘটনা। তাই তিনি পুলিশের পাশাপাশি র্যাবের কাছেও অভিযোগ জমা দিয়েছেন।
ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ জানান, ফোনকলের সূত্র ধরে মোবাইলের অবস্থান শনাক্ত করা হয়েছে ডেমরার কোনাপাড়ায়। ফোন ব্যবহারকারীর নাম-ঠিকানাও পাওয়া গেছে। পুলিশ এখন মা-ছেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Leave a comment