রাজধানীর শাহবাগে গতকাল মঙ্গলবার ধর্ষণবিরোধী গণপদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বামপন্থী ছাত্রসংগঠনের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলা করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৭০-৮০ জনকেও আসামি করা হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে আজ বুধবার মামলাটি দায়ের করেন। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে রমনা বিভাগের সহকারী কমিশনারসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
অপরদিকে আন্দোলনকারীরা বলছেন, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে উভয় পক্ষের সংঘর্ষ দেখা যায়।
পুলিশ সদর দপ্তর বলছে, আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালানোর পর আত্মরক্ষার্থে ব্যবস্থা নেওয়া হয়। তবে আন্দোলনকারীরা পুলিশের এই বক্তব্য অস্বীকার করে দাবি করছেন, তাঁদের শান্তিপূর্ণ পদযাত্রায় অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
Leave a comment