সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযানের সঙ্গে মিলিয়ে একই সময়ে মোট ১,৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান চলমান থাকবে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a comment