পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুরে একদল সশস্ত্র বিদ্রোহী একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে শতাধিক যাত্রীকে জিম্মি করেছে। এ ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন এবং নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি হয়েছে।
বেলুচিস্তানের প্রত্যন্ত সিবি জেলায় ট্রেনটি যখন নির্ধারিত স্টপেজে পৌঁছায়, তখন জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দেয় এবং ট্রেনটিকে থামিয়ে ফেলে। এরপর অস্ত্রধারীরা ট্রেনে উঠে যাত্রীদের জিম্মি করে। হামলার পর ট্রেনটি দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রয়েছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।
বিদ্রোহী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ট্রেনে থাকা ১০০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছে, যাত্রীদের মুক্ত করতে কোনো ধরনের অভিযান চালালে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
প্রাদেশিক রাজধানী কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত মোতায়েন করা হয়েছে এবং আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। বিদ্রোহীদের অভিযোগ, এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ থেকে লাভবান হচ্ছে বাইরের লোকজন, কিন্তু স্থানীয়রা বঞ্চিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (CRSS) জানিয়েছে, ২০২৪ সালে সন্ত্রাসী হামলায় ১,৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ।
এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে সরকারি বিবৃতি ও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
Leave a comment