বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের প্রক্রিয়া গতকাল রোববার শুরু হয়েছে। বেক্সিমকো গ্রুপ কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে দুটি প্রতিষ্ঠানের ২৪৫ জন শ্রমিককে মোট ৮০ লাখ টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে।
বেক্সিমকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ক্রেসিন্ট এক্সেসরিজ ও ইয়েলো অ্যাপারেলসের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়েছে। কোম্পানির সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার প্রায় ১১ হাজার শ্রমিককে বকেয়া পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, বেক্সিমকো কর্তৃপক্ষ জানায়, অল্পসংখ্যক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়েছে এবং সোমবার ১১ হাজার শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে।
বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৭৯ জন শ্রমিক ও ১ হাজার ৫৬৫ জন কর্মচারী রয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৬ মার্চ সরকারের পক্ষ থেকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়, যার মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।
আজ দুপুরে ২৪৫ জন শ্রমিককে প্রায় ৮০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
Leave a comment