‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তারা (আওয়ামী লীগ) এটা (ভোট) করতে চায় কিনা, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না।’—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এই সাক্ষাৎকারে, যেখানে প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, তিনি আরও বলেন, ‘নির্বাচনে কারা অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে।’
অধ্যাপক ইউনূস জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কখনোই সরকারের দায়িত্বে আসার বিষয়টি ভাবেননি। তবে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রধান অগ্রাধিকার হিসেবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি স্থিতিশীল করার দিকে মনোযোগ দিয়েছেন।
তিনি বলেন, ‘শান্তি, শৃঙ্খলা ও অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গেছে, এটা যেন ১৬ বছর ধরে চলা ভয়ংকর টর্নেডোর মতো।’
এছাড়া, তিনি আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচী নিয়েও কথা বলেন। তার মতে, প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে।
এ সময়, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে, মুহাম্মদ ইউনূস বলেন, ‘দেশে আদালত, আইন ও থানা রয়েছে, তারা সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন। কেবল সাংবাদিকদের কাছে অভিযোগ করলে হবে না।’
তিনি আরও বলেন, ‘গত বছর সহিংস বিক্ষোভের সময় দেশে বিশৃঙ্খলা ছিল, তবে বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতি করেছে।’
Leave a comment