নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ছয়টি বাড়ি ও পূর্বাচলের আটটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার মালিকানাধীন ৫৫টি কোম্পানির ৫৬ কোটি ছয় লাখ ৫৮ হাজার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে—গুলশান মডেল টাউনের বাণিজ্যিক এলাকার ১৪ তলা ভবনসহ ৫০ কোটি টাকা মূল্যের একটি প্লট, একই এলাকায় ৭০ কোটি টাকা মূল্যের আরও একটি ১৪ তলা ভবন, মহাখালীতে চার কোটি টাকা মূল্যের দুই তলা বাড়ি এবং ছয় কোটি টাকা মূল্যের চার তলা বাড়ি, তেজগাঁও শিল্প এলাকায় ৫০ কোটি টাকা মূল্যের তিন তলা ভবনসহ আরও কয়েকটি স্থাবর সম্পদ।
এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় দুদক আইন ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
Leave a comment