বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য। বসুন্ধরা কিংস অ্যারেনায় কোচ হাভিয়ের কাবরেরার নেতৃত্বে শুরু হওয়া অনুশীলনে উপস্থিত ছিলেন দলের বাকী খেলোয়াড়রা, তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া দুই বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম অনুশীলনে অংশ নেননি। তাদের না থাকার মাঝেও, এই দুই ফুটবলার নিয়ে আলোচনা হয়েছে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কোচের মাঝে।
অনুশীলন চলাকালীন সময়ে জামাল ভূঁইয়া হামজা চৌধুরীকে “দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার” হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, এই দলে হামজা সেরা প্লেয়ার এবং সম্ভবত এই সাউথ এশিয়াতে সেরা খেলোয়াড়। হামজা এলে সেটা সম্ভবত টিমের জন্য সেরা বুস্ট আপ হবে।’
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় লাভের আশা ব্যক্ত করেছেন জামাল। তিনি বলেন, ‘অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি, তাহলে আমি মনে করি, তাদের সঙ্গে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে আমরা প্রত্যাশা করি, একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা তিন পয়েন্ট নিতে চাই।’
ফাহমিদুল ইসলাম সম্পর্কে জামাল ভূঁইয়া সরল স্বীকারোক্তি দিয়েছেন, তিনি বলেন, ‘ওকে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি আসলেই উনাকে চিনি না, উনার সম্পর্কে তথ্য দিতে পারব না। কোচ তাকে চুজ করছেন, অবশ্যই তিনি ভালো খেলোয়াড়।’
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ফুটবলাররা ভারত ম্যাচের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। তিনি বলেন, ‘আগেই বলেছি শিহরণ জাগরণী ম্যাচ হবে, ছেলেরা ম্যাচটি নিয়ে দারুণ অনুপ্রাণিত। আমি মনে করি, পর্যাপ্ত সময় পাচ্ছি, আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে পারব এবং ভারতের বিপক্ষে দারুণ কিছু পাওয়ার সুযোগ থাকবে আমাদের।’
হামজা ও ফাহমিদুলকে নিয়ে কাবরেরা বলেন, ‘যত দ্রুত সম্ভব তারা আমাদের সঙ্গে যোগ দেবে। আমি হামজার সাথে যোগাযোগ রাখছি, এবং ফাহমিদুল ৮ মার্চের পর আমাদের সঙ্গে যোগ দেবেন।’
Leave a comment