শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার পর আট ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো আরো একজন শনিবার সন্ধ্যায় মারা যান।
শনিবার সকালে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকা থেকে আটক ডাকাতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত হয়েছে—মুন্সীগঞ্জের রিপন (৪০) ও মাদারীপুরের সজিব তালুকদার (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ডাকাতরা মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে শরীয়তপুরে যায়। সেখানে স্থানীয়রা তাদের পথরোধ করলে ডাকাতরা গুলি ছোড়ে, এতে পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা সাত ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment