চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আনিলা খাতুন সাথী (১৪) নামের এক নববধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর পরিবারের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার ছোট মহেষপুর গ্রামে শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে।
সাথীর পরিবারের দাবি, তাকে স্বামীর পরিবারের সদস্যরা হত্যা করেছে। তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর সাথীর স্বামী আশিক আলী (১৯), শ্বশুর আনারুল ইসলাম ও শাশুড়ি তাকলিমা খাতুনকে আটক করা হয়েছে। তদন্তে পারিবারিক কলহের জেরে হত্যার সন্দেহ করা হচ্ছে। মাত্র দুই মাস আগে সাথীর বিয়ে হয়েছিল।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
Leave a comment