ভারতের ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় বাংলাদেশ-আসাম সীমান্তে আইএসআই ও সক্রিয় সংগঠনগুলোর জড়ো হওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভুয়া ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার ফ্যাক্ট-চেকিং উইং ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’।
শনিবার (১ মার্চ) প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানানো হয়, সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর সঙ্গে কোনো তথ্য-প্রমাণের যোগসূত্র নেই। প্রতিবেদনে উলফা নেতা পরেশ বড়ুয়ার সম্ভাব্য মুক্তির কথা বলা হলেও বাস্তবে তিনি পলাতক এবং চীনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।
প্রেস উইং আরও জানায়, ‘ট্রিবিউন’-এর প্রতিবেদনটি সম্পূর্ণ মনগড়া, যেখানে নির্ভরযোগ্য কোনো সূত্রের উল্লেখ নেই। সংস্থাটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছে।
Leave a comment